Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

+100%-

নিজস্ব প্রতিবেদক: গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় কলেজ চত্বরে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজের প্রদান গেইট থেকে বের হয়ে মুল ভবন, প্রাণীবিজ্ঞান ভবন ও এলজিআরডি ভবন এর সম্মুখ প্রদক্ষিণ শেষে কলেজের শহীদ মিনার চত্বরে গিয়ে এক সমাবেশ করে। কলেজ শাখা ছাত্রদল সভাপতি মোঃ সুহেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মোঃ শাহাদাত হোসেন। সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা এর পরিচালনায় উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক মোঃ তুষার, দপ্তর সম্পাদক ইয়াছিন অর্পব, ছাত্রনেতা শাহীন আলম, আশিকুর রহমান, হিমু, সাফি, জাকারিয়া প্রমুখ। বক্তারা অভিলম্বে গ্রেফতারকৃত ছাত্রদল নেতাকর্মীদের মুক্তির দাবী জানান, নতুবা কঠোর আন্দোলনের মাধ্যমে মুক্তি দিতে বাধ্য করা হবে।


Shares