Main Menu

ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

+100%-

শামীম উন বাছির : নানা আয়োজনের মধ্যে দিয়ে রবিবার  ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামীলীগ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে দিন ব্যাপী কর্মসূচী পালিত হয়। সকাল সাড়ে ১০টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন করেন জেলা আওয়ামীলীগ, জেলা ১৪ দল, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে স্থানীয় আধুনিক পৌর সুপার মার্কেট প্রাঙ্গনে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীরমুক্তিযোদ্ধা, র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ এমদাদুল বারীর সভাপতিত্বে  আলোচনা বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র-সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা ১৪ দলের সমন্বয়ক আমানুল হক সেন্টু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট তফসিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আল-মামুন সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি বলেন, বিজয়ের মাসে বিএনপি-জামায়াত দেশে আন্দোলনের নামে নাশকতা করছে। মানুষকে পুড়িয়ে মারছে। তিনি বলেন, দেশবাসী জামাত-শিবিরকে প্রত্যাখ্যান করেছে। অনষ্ঠানে মুক্তিযোদ্ধা সহ জেলা আওয়ামীলীগ এবং ১৪ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






Shares