Main Menu

আজ রবিবার ৮ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস

+100%-

সুমন আহমেদ: ১৯৭১সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়া শহর মুক্ত হয়েছিল। এ দিনেই মুক্তিযুদ্ধের পূর্বাঞ্চলীয় জোনের প্রধান জহুর আহমেদ চৌধুরী শহরের পুরাতন কাচারী ভবনস্থ তৎকালীন মহকুমা প্রশাসকের কার্যালয়ে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা উত্তোলন করেছিলেন। ব্রাহ্মণবাড়িয়াকে শত্রুমুক্ত করতে ৭১’র ৩০নভেম্বর থেকে জেলার আখাউড়া সীমান্ত এলাকায় মিত্র বাহিনী পাক বাহিনীর উপর বেপরোয়া আক্রমন চালাতে থাকে। ১ডিসেম্বর আখাউড়া সীমান্ত এলাকায় ২০হানাদার নিহত হয়। ৩ তারিখ আজমপুরে প্রচন্ড যুদ্ধ হয়। এখানে ১১হানাদার নিহত হয়। শহীদ হন ৩জন মুক্তিযোদ্ধা। এরই মাঝে নবগঠিত বিজয়নগর উপজেলার মেরাশানী, সিঙ্গারবিল, মুকুন্দপুর, হরষপুর, আজমপুর, রাজাপুর এলাকা মুক্তিবাহিনীর দখলে চলে আসে। ৪ডিসেম্বর পাক হানাদাররা পিছু হটতে থাকলে আখাউড়া অনেকটাই শত্রুমুক্ত হয়ে পড়ে।



(পরের সংবাদ) »



Shares