Main Menu

কুমিল্লায় বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ

+100%-
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা শহরের অশোকতলা রেল ক্রসিংয়ের ২০০ গজ দক্ষিণে বুধবার দিবাগত রাতে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে।বুধবার দিবাগত রাত একটা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। এ ঘটনার পর থেকে এখনো পর্যন্ত চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা রেলস্টেশনের স্টেশনমাস্টার সফিকুর রহমান। তিনি জানান, ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি বগির কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে বিকল ইঞ্জিনটি উদ্ধার করে মেরামত করা হয়েছে। ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা-নিশীথা এক্সপ্রেস ট্রেনসহ বেশ কয়েকটি মালবাহী ট্রেন আটকা পড়েছে। বগি দুটি উদ্ধারের পর ওই পথে ট্রেন চলাচল শুরু হবে।


Shares