Main Menu

দেশেরপত্র পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে সংঘর্ষ। ৪ জন গুরুতর আহত

+100%-

সুমন নূর: প্রত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে রেল স্টেশন চত্বর, টি.এ রোড রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ ঢাকা থেকে আসা দৈনিক দেশের পত্র প্রত্রিকায় ইসলাম বিরোধী কিছু বক্তব্য লেখা প্রকাশ পায়। আজ সকালে দেশের পত্র প্রত্রিকা দেখতে পেয়ে রেল স্টেশনে মাদ্রাসার কিছু ছাত্রের সাথে হকারদের বাদানুবাদ পায়। হকাররা রড, পাথর দিয়ে মাদ্রাসার হুজুরদের আক্রমণ করে। এতে করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জেলা পরিষদ মার্কেট থেকে ব্যবসায়ী এবং পরে এলাকাবাসী একত্রিত হয়ে হকারদের ধাওয়া দেয়। ধাওয়া এবং এলাকাবাসীর হাতে এসময় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পরিচয় বিহীন অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে বেশ কয়েকজন হকার। বুধবার ব্রাহ্মণবাড়িয়ার রেলগেইট এলাকায় দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫জন আহত হয়েছে। জানা যায়, ঢাকা থেকে প্রকাশিত দেশেরপত্র পত্রিকায় ইসলাম বিদ্বেষী সংবাদ প্রকাশের প্রতিবাদ করে আসছিল স্থানীয় মাদ্রাসার আলেমরা। এনিয়ে আলেম ও হকারদের মাঝে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল সকালে ওই পত্রিকার ৬/৭জন হকার হাতুরী, রড নিয়ে একত্রিত হয়ে রেলগেইট এলাকায় মাদ্রাসার ৩ ছাত্রের উপর অর্তকিত হামলা চালায়। এসময় ওই এলাকার ব্যবসায়ী ও পথচারীরা তাদের বাধা দিতে আসলে তাদের উপরও হামলা করে। পরে স্থানীয় লোকজন একত্রিত হয়ে হকারদের ধাওয়া করে গণধোলাই দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৪ হকারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।  আহতরা হলো আব্দুল¬া (৩৫), মোক্তার হোসেন (২৮), আশরাফ হোসেন (১৯), ইব্রাহিম (৩৫), হেলাল মিয়া (৩৬), মাসুদ মিয়া (৩২), সাদেক মিয়া (৩৮), হাসান (২৫) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের সার্জন ডাঃ আমানউল্লাহ জানান, আহতদের সবার অবস্থাবই গুরুতর । তার মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।






Shares