ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে আখাউড়া স্টেশন থেকে ঢাকাগামী একটি ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়।ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, বুধবার দিনগত রাত সোয়া ৩টার দিকে আখাউড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইলের টুডাউন একটি বগি লাইনচ্যূত হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। ফলে এই দুই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। |
« কসবায় বিএনপির বিক্ষোভ সমাবেশ : জনগণ হাসিনার পতন ঘটাবে…. মুশফিকুর রহমান (পূর্বের সংবাদ)