ভাইয়ের অর্থ আত্বসাৎ কান হারালো স্বেচ্ছা সেবকলীগ সভাপতি
প্রতবিদেক : কান হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ লোকমান হোসেন। আপন ছোট ভাই ধারালো অস্ত্র দিয়ে তার কান কেটে দিয়েছে। আঘাত করেছে চোখেও । এ বিষয়ে লোকমান হোসেন বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করার পর পুলিশ হামলাকারী মোঃ সোলেমান হোসেন (৩৭)কে গ্রেফতার করেছে। এ ঘটনা শহরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মামলায় লোকমান অভিযোগ করেন, তার ভাই একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। দীর্ঘদিন ধরে সোলেমানের সঙ্গে তার শত্র“তা চলছিল। ২৮ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় বাসার প্রধান দরজা খোলা পেয়ে সোলেমান ছোঁড়া নিয়ে ভেতরে প্রবেশ করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসনালীতে আঘাত করে। তখন তিনি কাত হয়ে গেলে ছোড়ার আঘাত তার ডান কানে লাগে। এতে কানের লতি ও হাঁড় মাংস কেটে সম্পূর্ন আলাদা হয়ে নিচে পড়ে যায়। সেখানে ৫ টি সেলাই দিতে হয়েছে। পাশাপাশি বাম চোখে সজোরে ঘুষি মারাসহ সারা শরীরে কিল-ঘুষি মেরে জখম করা হয়। আঘাতে চোখে রক্ত জমাট বেঁধে যাওয়ায় তিনি ওই চোখে কিছু দেখছেননা বলে এজাহারে উল্লে¬খ করেন। এসময় তার চিৎকারে মা রেজিয়া বেগমসহ পরিবারের সদস্যরা ছুটে এলে সোলেমান তার মায়ের গলা চিপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায়। ঘটনার সময় ঘরের জিনিসপত্র ভাঙ্গচুর করে ১ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়েছে বলে অভিযোগ করেন। হামলার শিকার লোকমান হোসেন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। অভিযোগ রয়েছে, সোলেমান হোসেন ১২/১৪ বছর ধরে জাপান প্রবাসী। কোরবানী ঈদের ২/১ দিন আগে তিনি দেশে আসেন। এর আগে তিনি প্রায় ৩ কোটি টাকা পাঠান দেশে তার ভাই লোকমানের কাছে। সে টাকার হিসেব না পাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এখন রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে হেনস্থা করা হয়। একটি সুত্র জানায়, ঘটনার পরদিন সোলেমান জাপান যাবার ফ্লাইট ছিল। কিন্তু তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়ায় সে যেতে পারেননি। এ নিয়ে শহরময় নানা আলোচন চলছে। |