Main Menu

জেলা বিএনপিসহ ১৮দলীয় উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

+100%-

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপে তত্ত্ববধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত করার দাবীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের তথা ১৮ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বিকালর ৩ ঘটিকা থেকে শুরু হয়ে সমস্ত শহর প্রদক্ষিণ শেষে কালীবাড়ী (দক্ষিণ) চত্ত্বর মোড়ে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এডঃ হারুন আল রশিদ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, আরোও বক্তব্য রাখেন হাফিজুর রহমান মোল্লা কচি, জিল্লুর রহমান, এডঃ শফিকুল ইসলাম, মোবারক মুন্সী, হাঝী জাহাঙ্গীর, এডঃ গোলাম সারওয়ার খোকন, এডঃ আনিছুর রহমান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ,  হেবজুল বার, আবু শামীম মোঃ আরিফ,নজির উদ্দিন আহমেদ, কলেজ কাশেম মোল্লা, আলহাজ্ব নুরে আলম সিদ্দিকী, মোঃ আজিম, এডঃ এম এ করিম, এডঃ ইসহাক, এডঃ কানন, মোঃ আলমগীর, এডঃ আলী আজম চৌধুরী, নিয়ামুল হক, শামীমা বাছির স্মৃতি, এডঃ ইসমত আলা। জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ,বি,এম মমিনুল হকের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মনির হোসেন, আলী আজম, মিজানুর রহমান, মাইনুল হোসেন চপল, লোকমান হোসেন, এডঃ আঃ রহিম গোলাপ, তানিম শাহেদ রিপন, শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদ, বুলবুল মুসা, এডঃ মাসুদ, সুমন, রুবেল, সানি, মান্না, সুহেব, মাসুদ মোল্লা প্রমুখ। এছাড়াও ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন হাফেজ মৌলানা ইদ্রিস, মোহাম্মদ উল্ল্যা, কাজী সিরাজ, মৌলানা মোবারক হোসেন  আকন্দ ও মুকবুল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন আওয়ামীলীগ দলীয় প্রধানকে নির্বাচন কালীন সরকারের প্রধান রেখে ১৮ দলীয় ঐক্যজোট কোন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করবেনা ও নির্বাচন হতেও দিবে না। ২৫ অক্টোবর থেকে বাংলার ১৬ কোটি মানুষের নন্দিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জেগে উঠেছে। যতদিন পর্যন্ত নির্দলীয় নিরপে তত্ত্ববধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন ব্যবস্থা না করা হবে ততদিন পর্যন্ত ১৮ দলীয় জোটের নেতারা রাজপথে আন্দোলনের মাধ্যমে জনতার দাবী অনুযায়ী নির্দলীয় নিরপে তত্ত্ববধায়ক সরকারের দাবী প্রতিষ্ঠিত করবে। প্রধান বক্তা জহিরুল হক খোকন  আগামী ২৭,২৮ ও ২৯ অক্টোবর টানা ৭২ ঘন্টা হরতালের সমর্থনে আজ বিকাল ৪টায় রেলগেইট চত্বর থেকে বিক্ষোভ মিছিল করার উদ্ধাত্ত আহবান জানান।



(পরের সংবাদ) »



Shares