Main Menu

বাইপাস সড়ক নির্মাণের জের ধরে ভাদুঘরে সহস্রাধিক পরিবার চরম জলাবদ্ধতার শিকার

+100%-


শামীম উন বাছির: পৌর এলাকার ভাদুঘরের প্রায় ২ কিঃ মিঃ এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় সহস্রাধিক পরিবার চরম দুর্ভোগের শিকার হয়ে মানবেতন জীবন যাপন করছে। পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে অপরিকল্পিত ভাবে বাইপাস সড়ক নির্মাণ করায় এ সমস্যা সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসী জানান এতে তাদের ফসলী জমি, রাস্তাঘাট, স্কুল, মৃত্যুর পর দাফনের জন্য কবরস্থান কোন কিছুই রেহাই পায়নি জলাবদ্ধতার কবল থেকে। প্রতিনিয়ত শিশু কিশোররা এ দূষিত পানির উপর দিয়ে চলা ফেরা করায় চর্মরোগে আক্রান্ত হচ্ছে। জন প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করে দীর্ঘদিন যাবৎ সমস্যা সমাধানের আশ্বাস দিলেও কোন কাজে আসছেনা। কুমিল্লা- সিলেট মহাসড়কের ভাদুঘর ফাটা পুকুর এলাকায় একটি বক্সকালভার্ট নির্মাণের জন্য দু বছর আগে বাইপাস সড়ক নির্মাণ করায় দীর্ঘ ২ কিঃ মিঃ এলাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবি বাইপাস সড়কটি অপসারণ ও পৌর কর্তৃপক্ষ একটি ড্রেন নির্মাণ করলেই এ জলাবদ্ধতার হাত থেকে রেহাইপেতে পারে এ এলাকার মানুষ।






Shares