ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অগ্নিকাণ্ড, আহত ৫
নিজস্ব সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৫ জন আহত হয়েছে। জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে আড়াইশ’ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ৩ তলার একটি স্টোর রুমে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে চক্ষু বিভাগের ষ্টোর রুমের তিন স্তর বিশিষ্ট কাঠের সেলফসহ কিছু কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দরজা বন্ধ থাকা ষ্টোর রুম ও শৌচাগার থেকে ধোঁয়া বেরুতে দেখে সেবিকাসহ সবাই দৌড়ে নিচে নেমে যায়। দমকল বাহিনীর ফায়ারম্যান জহিরুল ইসলাম জানান, সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। |
« নাসিরনগরে ব্যাপক নির্বাচনী প্রচারনা-১৮ দলীয় জোটের প্রার্থী একাধীক (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু »