Main Menu

এতই যদি উন্নয়ন করে থাকেন নিরপেক্ষ সরকারের প্রতি ভয় কেন? ইঞ্জিঃ শ্যামল

+100%-

সকল নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম হাতের নাগালের বাইরে। দেশে পিয়াজের কেজি ১১০ টাকা, ক্ষুদা- দারিদ্রতা মানুষের জীবন সঙ্গী, দুর্নীতি, একনায়কতন্ত্রের স্বর্গরাজ্য যে পরিচিতি দিয়েছে বর্তমান সরকার তা থেকে দেশকে রক্ষা করার জন্য খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়েছেন জেলা বিএনপির সহ সভাপতি, সদর উপজেলা বিএনপির সভাপতি ও বিগত উপ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি সোমবার কাজীপাড়া ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশের অস্তিত্ব, গণতন্ত্র, সার্বভৌমত্ব রক্ষায় আপনাদেরকে মাঠে নামতে হবে। শনিবার বিকালে ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাদিরুজ্জামান সরকারের সভাপতিত্বে জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন চপলের উপস্থাপনায় অনুষ্ঠিত ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার শ্যামল আরো বলেন, বিগত উপ নির্বাচনে তারা ধানের শীষের নিশ্চিত বিজয়কে প্রকাশ্যে জাল ভোট দিয়ে ছিনিয়ে নিয়েছে। ক্ষমতার শক্তি দিয়ে আমাদের এজেন্টদের বের করে দিয়েছে। তারা আবার ক্ষমতায় টিকে থাকার জন্য সাধারণ মানুষকে বলে “ধারাবাহিকতা না থাকলে দেশের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হয়”। এত দুর্নীতি করার পর আজ তারা লজ্জ্বা স্মরম হারিয়ে ফেলেছে। তাই আজ তারা দুর্নীতির ধারাবাহিকতা ধরে রাখতে ভোটের ভিক্ষা চাচ্ছে। এক তরফা নির্বাচন করার জন্য ক্ষমতার লোভে তারা সংবিধান নিজেদের মতন করে তৈরী করেছে। তারা যদি এতই উন্নয়ন করে থাকে আর মনের মাঝে সৎ সাহস থাকে, তাহলে নিরপেক্ষ সরকার প্রধানের প্রতি এত ভয় কেন? জনগণের প্রতি আস্তা থাকলে মাঠে আসুন! দেখুন, রেফারী হিসেবে জনগণ কি রায় দেয়। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি জিল্লুর রহমান, এডঃ সফিকুল ইসলাম, হাজী এডঃ গোলাম সারওয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক এ বি এম মোমিনুল হক, শ্রম বিষয়ক সম্পাদক বাহার চৌধুরী, প্রচার সম্পাদক নজির উদ্দিন আহমেদ, ক্রীড়া সম্পাদক আজিজুল হক, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন রিপন, মফিজুল ইসলাম মোহন, সহ প্রচার সম্পাদক আলমঙ্গীর হোসেন, জেলা যুবদলের আহবায়ক মোঃ মনির হোসেন, যুগ্ম আহবায়ক হাজী মিজানুর রহমান, পৌর যুবদলের আহবায়ক তানিম শাহেদ রিপন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, থানা যুবদলের আহবায়ক এডঃ আব্দুর রহিম গোলাপ, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা বাশার, মহিউদ্দিন, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফাসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসিম, মনা স্যার, সৈয়দ আবু সায়েমসহ গন্যমান্য ব্যক্তিবর্গগণ।






Shares