সকলের আন্তরিক প্রচেষ্টার ফলে অল্প সময়ে কুরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে.. পৌর মেয়র
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, প্রতি বছরের মত এবারও পৌর এলকায় ধর্ম প্রাণ মুসলমানগন বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে পশু কুরবানি করেছেন। এই বিপুল সংখ্যক কুরবানির পশুর বর্জ্য অপসারণ করা পৌরসভার সিমিত পরিছন্নতা কর্মীদের জন্য ছিল কষ্টসাধ্য। কিন্তু পৌরসভার পরিছন্নতা কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারি, পরিছন্নতা কর্মীদের আন্তরিক প্রচেষ্টা, পাশাপাশি পৌরবাসী সকলের সহযোগিতার ফলে আমরা খুব অল্প সময়ে এই কুরবানির সকল বর্জ্য অপসারণ করতে পেরেছি। মেয়র রবিবার সকালে কুরবানি পরবর্তি শহর পরিছন্নতা কার্যক্রম পরিদশর্ন কালে উপরক্ত বক্তব্য প্রদান করেন। তিনি এসময় ড্রেনের উপর ময়লা আবর্জনা না ফেলার জন্য পৌরবাসী কে অনুরোধ করেন । |
« শোককে শক্তিতে রুপান্তরিত করে,দেশ রক্ষার আন্দোলনকে বেগবান করতে হবে..বিজয়নগরে ইঞ্জিঃ শ্যামল (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আজ আওয়ামীলীগ নেতা শহীদ ইকবাল আজাদের প্রথম শাহাদাৎ বার্ষিকী »