Main Menu

রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সকলকে সচেতন থাকতে হবে, কেউ যেনো নাশকতা সৃষ্টি করতে না পারে—–জেলা প্রশাসক

+100%-



প্রতিবেদক ॥  ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার।বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর অব.জহিরুল হক খান বীরপ্রতিক,সুজন সভাপতি প্রফেসর মুখলেছুর রহমান খান,কসবা উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূঞা বকুল,প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি,জেলা ওয়ার্কার্স পাটির সম্পাদক এড.কাজি মাসুদ আহমেদ,সমাজকর্মী নজরুল ইসলাম,জেলা যুবলীগ সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,আমাদের অর্থনৈতিক মুক্তি এখন জরুরী।এজন্য সকলের সহযোগীতা দরকার।তিনি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার আহবান জানিয়ে বলেন,এজন্য জনগণকে সচেতন থাকতে হবে।যেকোনো পরিস্থিতিতে রাস্তা-ঘাট,ব্রীজ কার্লভার্ট রক্ষা করতে হবে। কেউ জনগুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।পুলিশ সুপার বলেন,আমরা এখন ক্রান্তিকাল অতিক্রম করছি।সবাই সহযোগিতা না করলে কোনো অবস্থাতেই আইন-শৃঙ্খলা রক্ষা করা যাবেনা।তিনি যার যার অফিসের নিরাপত্তা বজায় রাখার আহবান জানান।বিদ্যুতের ব্যাপারে সকলকে সংবেদনশীল হওয়ারও আহবান জানান তিনি।শুধু পুলিশ দিয়ে সবকিছূ করা সম্ভব নয়।সেজন্য সকল নাগরিকদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আহবান জানান।জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর অব.জহিরুল হক খান বীরপ্রতিক বলেন,দা-কুড়াল দিয়ে সমস্যার সমাধান হবেনা।রাজনৈতিকভাবেই সমস্যার সমাধান করতে হবে।






Shares