Main Menu

সাদেকপুরের সংঘর্ষে আহত দুই জনের মৃত্যু

+100%-


প্রতিবেদক ঃ সাদেকপুরের সংঘর্ষের ঘটনায় আহত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, ওই গ্রামের সোবাহান মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল হোসেন (৪৫) ও মুসলিম মিয়ার ছেলে শামছুল ইসলাম। এদের মধ্যে ইসমাইল বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেনের এবং শামছুল সাবেক চেয়ারম্যান আব্দুল হাইয়ের সমর্থক।সংঘর্ষে গুরুতর আহত হাবিব মিয়া ও মুনির হোসেনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার সকাল ১০টার দিকে দুপক্ষের চার/পাঁচশ লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর বিকাল ৩টার দিকে দুই পক্ষ আবারো সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের টেটার আঘাতে দুইজন নিহত হন।

সদর থানার সাব ইন্সপেক্টর আতিকুর রহমান জানান, আপাতত পরিস্থিতি শান্ত। ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে গুরুতর আহত হাবিব মিয়া ও মুনির হোসেনকে ঢাকায় পাঠানো হয়েছে।






Shares