Main Menu

সম্পাদনা করুন প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শারদীয় দূর্গোৎসব সম্পন্ন

+100%-

 

প্রতিবেদক ঃ প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সোমবার শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্বচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে  সোমবার রাত ১১ টা থেকে তিতাস নদীতে শুরু হয় একে একে  প্রতিমা বিসর্জন। শহরের টানবাজার ঘাট, শ্বশান ঘাট, গোকর্ণ ঘাটে প্রতিমা বিসর্জন দেয়া হয়।তেল-সিঁদুর পরিয়ে, আর পান, মিষ্টি মুখে দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে নদীর তীরে ভিড় করেন হাজারো ভক্ত অনুরাগীরা। পাশাপাশি অন্যান্য ধর্মের নানা শ্রেণি ও বর্ণের লাখো  মানুষের মিলনমেলায় পরিণত হয়।

হিন্দু পঞ্জিকা মতে, এবছর সুখ ও আনন্দ নিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গা দোলায় (পালকি) চড়ে মর্তে আসেন আর কৈলাসে ফিরে যাচ্ছেন গজে (হাতি) চেপে। শঙ্খ উলুধ্বন্নির পাশাপাশি বাদ্যের ঘণ্টা বাজিয়ে ‘জয়, দুর্গা মায়ের জয়’ বলে একের পর এক প্রতিমা ভাসিয়ে দেওয়া হয় নদীতে। এদিকে দুর্গার বিদায় উপলক্ষ্যে সকাল থেকে বিদায়ের সুর বেজে উঠে বিভিন্ন মণ্ডপে।

কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকায় কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।






Shares