রোববার রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার শ্রী শ্রী কালভৈরব মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত দর্শনার্থী ও সাংবাদিকদের বলেন, উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গোৎসব পালনে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন একযোগে কাজ করছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলার প্রতিটি পূজামন্ডপে আইনশৃংখলা রায় প্রশাসনের প থেকে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোন বিশৃংখলা দেখা দিলে সাথে সাথে প্রশাসনকে অবহিত করবেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাদ ছাল্লাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিা ও আইসিটি) রিপন চাকমাসহ জেলা প্রশাসক পত্নী ও অতিরিক্ত জেলা প্রশাসকগণের পত্নীগণ। এ সময় পূজামন্ডপের পুরোহিত গণের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ন চক্রবর্তী, স্বপন ভট্টচার্য্য, মনোরঞ্জন বিশ্বাস, সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা, উজ্জ্বল চক্রবর্তী প্রমুখ। পরে জেলা প্রশাসক বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
|