ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, অনেক আগের কাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া জেলায় মুসলিম, হিন্দু ও খৃষ্ট্রান সম্প্রাদয়ের মানুষ এক সঙ্গে বসবাস করে আসছে। এ জেলার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় বিদায় নানা ধমের্র মানুষের মাঝে কখনও সাম্প্রদায়িক অসোন্তশ সৃষ্টি হয়নি। শহরের শিমরাইলকান্দিতে মুসলমানদের কবরস্থান ও হিন্দুদের শশান পাশাপাশি অবস্থিত। তাছার ব্রাহ্মণবাড়িয়ার মুসলিম, হিন্দু, খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্য ধর্মের নানা অনুষ্ঠান উৎসবেও অংশ গ্রহন করে। যা সাম্পদায়িক সম্প্রিতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। মেয়র শনিবার সন্ধ্যায় পৌর এলাকার গোকর্ন ঘাট, ভাদুঘরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে সমবেত জনতার উদ্দেশ্যে উপরক্ত কথা বলেন। বক্তব্য তিনি অরো বলেন প্রতি বছরের মত এবারও পৌরএলাকায় অত্যন্ত ভাবগা¤ী¢র্যর মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা পালিত হচ্ছে। আনন্দমুখর পরিবেশে উৎসব পালনের জন্য পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মেয়র বলেন, সাম্প্রতিক সময়ে একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ধর্মীয় বিদ্ধেষ ছরিয়ে দেশের সম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার চেষ্ট করছে। তিনি সাম্প্রদায়িক গোষ্ঠির অপতৎপরতা রোধে শুভ শক্তির বিরুদ্ধে সকল কে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এসময় তিনি জাতী-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল কে সার্বজনীন এই উৎসবে অংশ গ্রহনের পাশাপাশি নিজ নিজ অবস্থানে থেকে সহযোগিতা করারও আহবান জানান। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব হোসেন, আজিজুর রহমান বাচ্চু, আব্দুল হেকিম ভুইয়া, মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ডাঃ মোঃ ইয়াকুব, ১২নাং ওয়ার্ড সভাপতি মোঃ হারুন, ৯নং ওয়ার্ড সভাপতি মুরাদ খান, ৪নং সভাপতি মিজান আনসারি, মোঃ আলম, সুনিল সরকার, খোকন আচার্য্য প্রমুখ।
|