Main Menu

আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপনে পৌরসভা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে..পৌর মেয়র

+100%-

 

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, প্রতি বছরের মত এবারও পৌরএলাকায় অত্যন্ত ভাবগাম্বীর্যের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা পালিত হচ্ছে। আনন্দমুখর পরিবেশে উৎসব পালনের জন্য পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন পূজা মন্ডপে সহযোগিতা করা হয়েছে। পুজা মন্ডপের আশেপাশের এলাকা সহ অন্যান্য এলকায়  বিশেষ ভাবে পরিষ্কার পরিছন্ন করা হয়েছে। পূজা চলা কালিন সময়ে যানযট প্রশমন, নিরবিছন্ন বিদ্যুৎ সরবারহের জন্য যাথাযথ কতৃপক্ষও প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়েছেন। চুরি, ছিনতাই, ইভটিজিং সহ যে কোন অনাকাংখিত ঘটনা এড়াতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন পাড়া মহল্লায় ও পূজা মন্ডপে  ব্যাক্তি উদ্যোগেও নিরাপত্তাকর্মী গঠন করা হয়েছে। মেয়র শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কালীবাড়ী মন্দির ও আনন্দময়ী কালী বাড়ী মন্দির সহ পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে উপরক্ত মন্তব্য করেন। এসময় তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল কে সার্বজনীন এই উৎসবে অংশ গ্রহনের পাশাপাশি নিজ নিজ অবস্থানে থেকে সহযোগিতা করার আহবান জানান।






Shares