Main Menu

যে যত হুমকিই দিকনা কেনো ২৪ তারিখের পরেও আমরা ক্ষমতায় থাকবো.. আইন প্রতিমন্ত্রী

+100%-

প্রতিবেদক : আদালতের কার্যক্রম জনসমক্ষে প্রদর্শনের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে। বুধবার বিকালে জেলা জজ আদালত প্রাঙ্গনে এ কার্যক্রম উদ্ধোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এড.কামরুল ইসলাম। জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাউছারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীমা আফরোজের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী,পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম,চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শফিউল আজম,জেলা আইনজীবি সমিতির সভাপতি এড.নাজমুল হোসেন।

এসময় প্রধান অতিথির বক্তৃতায় আইন প্রতিমিন্ত্রী এড.কামরুল ইসলাম বলেন,বর্তমান সরকার সর্বক্ষেত্রে তথ্য-প্রযুক্তির ব্যবহার চালু করছে। রেজিষ্ট্রেশন বিভাগকে ঢেলে সাজানোর কাজ চলছে।সাব রেজিষ্ট্রি অফিসে বিড়ম্বনা,ঘুষ-দুর্নীতি কমে আসছে। তিনি আরো বলেন এখনো দেশে ২৫ লক্ষ মামলা জট আছে।এ জট কমাতে আমরা বিকল্প বিরোধ নিস্পত্তির ব্যবস্থা করেছি। ফৌজদারি মামলার ক্ষেত্রেও এ ব্যবস্থা চালুর চেষ্টা করা হচ্ছে। তিনি আরো বলেন বর্তমানে বাংলাদেশে নারী নির্যাতন মামলার ৮০ ভাগই মিথ্যে। সংসারের সামান্য সমস্যা নিয়ে আইনজীবির কাছে গেলেই তারা নারী নির্যাতন,যৌতুকের মামলা করে দেন। এতে করে দ্রুত সংসার ভেঙ্গে যাচ্ছে।তিনি আইনজীবিদের ফি পাওয়ার আশা করার পাশাপাশি মানবিক গুণাবলী নিয়ে মানুষের উপকার করার আহবান জানান।তিনি আরো বলেন,আজকে দেশে জঙ্গীবাদ নেই। কোথাও গ্রেনেড-হামলা হচ্ছেনা। জঙ্গী রাষ্ট্র বানানোর পরিকল্পনা ভেস্তে গেছে।আমরা দেশে আইনের শাসন-ন্যায় বিচার পুরোপুরি বাস্তবায়নের জন্যই মানবতা-বিরোধী অপরাধিদের বিচার কাজ সম্পন্ন করছি। যুদ্ধাপরাধিদের বিচার কাজ সম্পন্ন করার মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষের-বিপক্ষের বিভাজন দূর হবে। তিনি আরো বলেন,যে যত হুমকিই দিকনা কেনো ২৪ তারিখের পরেও আমরা ক্ষমতায় থাকবো। আমাদের প্রধানমন্ত্রী আরেকজন নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা হস্তান্তর করবেন।সংবিধান মতেই দেশে নির্বাচন হবে। এর বাইরে এদেশে কিছুই হবেনা।তিনি আরো বলেন,এদেশের মানুষ তত্ত্বাবধায়ক বুঝেনা-তারা গ্রহণযোগ্য নিরপেক্ষ দেখতে চায়।