Main Menu

দূর্গা পুজা ও ঈদ শান্তি পূর্ন ভাবে পালনে ব্যবস্থা নেয়া হয়েছে.. জেলা প্রশাসক

+100%-

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কে অনুষ্ঠিত সভায় ব্রানবাড়িয়া জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার সভাপতিত্ব করেন। সভায় সকল বক্তাগনই শহরে যানজট নিয়ে তাদের উদ্বেগের কথা জানান। সে সাথে যানজট নিরসানে ভূমিকা রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। সীমান্তে মাদক ও চোরাচালানীদের ব্যাপারে বিজিপিকে কঠোর ভূমিকা রাখার জন্য আহবান জানানো হয়। জেলা আইন শৃংখলা কমিটির সভাপতি জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার বলেন, দূর্গা পুজা ও পবিত্র ্ঈদুল আজহা শান্তি পূর্ন ভাবে পালনে প্রশাসনের প্রয়োজনীয় পদপে সঠিক বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, পুজামন্ডপের নিরাপত্তায় প্রশাসন পদপে নিয়েছে। মন্ডবগুলোর সরকারী বরাদ্ধ বুধবারের মধ্যেই দেয়া হবে। কমিটির সদস্য ব্রানবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান পিপি এম বলেন, জেলার ৫ শতাধিক মন্ডপের নিরাপত্তায় পুলিশ আনসার ও ডিবি পুলিশ দায়িত্ব পালন করবে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার ঘটলে সাথে সাথে পুলিশকে জানাননো আহবান জানান তিনি। কঠোর হস্তে অপরাধীদের দমন করা হবে। পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীক, সদর উপজেলা চেয়ারম্যান বশিরউল্লাহ জুরু, কসবা উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন ভূইয়া বকুল, ব্রানবাড়িয়া প্রেসকাবের সদস্য সচিব রিয়াজউদ্দিন জামি, চেম্বার অব কমার্সের সভাপতি তানজিল আহমেদ. মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিনারা আলম বক্তব্য রাখেন। সভায় জানানো হয় জেলার আইন শৃংখলা পরিস্থিতি সন্তোষ জনক। সেপ্টেম্বর মাসে জেলায় খুন হয় ৮ টি আর ডাকাতির ঘটনা ঘটে ২ টি। সভায় কোরবানীর পশুর হাটে চাদাবাজী  বন্ধ ও জাল টাকার ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানাননো হয়।






Shares