Main Menu

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৮৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠিত

+100%-

প্রতিবেদক : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডঃ রানা দাশ গুপ্ত। নিুে পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ও পদবী: সভাপতি দিলীপ কুমার নাগ, সভাপতি মন্ডলী রবাট বিজন ঘোষ, সুনিল চন্দ্র দেব, এডঃ মিন্টু ভৌমিক, প্রবীর দেব, জহর লাল সাহা, নারায়ন চন্দ্র ভৌমিক, বিমল চক্রবর্তী, নারায়ন চন্দ্র সাহা, সুভাষ রঞ্জন রায়,  সাধারণ সম্পাদক অমরেন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আদেশ দেব, প্রাণতোষ পাল, ডাঃ মনোরঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক প্রদ্যেৎ নাগ, খোকন কান্তি আচার্য্য, স্বপন কুমার রায়, প্রবীর ভৌমিক, তপন চৌধুরী, কোষাধ্য সুভাষ চন্দ্র দাস, সহ কোষাধ্য কুমুদ দেবনাথ, আইন বিষয়ক সম্পাদক এডঃ সুনিল দেব (জীবন), সহ আইন বিষয়ক সম্পাদক এডঃ কাজল দেব, এডঃ প্রণব কুমার দাস (উত্তম), প্রচার সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, সহ প্রচার সম্পাদক প্রদীব চক্রবর্তী, চুনিলাল ঘোষ, গণসংযোগ সম্পাদক জয় শংকর চক্রবর্তী, সহ গণসংযোগ সম্পাদক জীবন ভট্টাচার্য্য, প্রদীপ বণিক, মহিলা সম্পাদিকা উমা পাল, সহ মহিলা সম্পাদিকা ডলি রাণী দাস, দপ্তর সম্পাদক সমরজিৎ সাহা, সহ দপ্তর সম্পাদক সব্যসাচী পাল, রতনলাল দে, সদস্য রনদা বিক্রম চৌধুরী, স্বদেশ চন্দ্র দেবনাথ, চন্দন কুমার বণিক, সুভাষ চন্দ্র পাল, যতীন্দ্র মোহন চৌধুরী, প্রিয়লাল রায়, পালক মার্টিন বাড়ই, মিল্টন দাস, পাইথু প্র“ মারমা, পীযুষ কান্তি রায়, রতন কুমার সাহা, রতন কুমার বণিক, অসিত বণিত, কৃষ্ণ গোপাল রায়, সুর্দশন সাহা, অধ্যাপক সুশান্ত কুমার দাস, সীতানাথ সূত্রধর, ডাঃ নিলয় দেবনাথ, মিন্টু রঞ্জন সাহা, ডেভিড ক্রিসেন্ট সিনহা (পান্না), বিধান চক্রবর্তী, বিধান চন্দ্র দাস, চন্দন কুমার ঘোষ, প্রাণেষ শর্মা, দ্বিজেন ঘোষ, সত্যেন্দ্র মোহন সরকার, কৃষ্ণপদ সাহা, রামলাল সাহা, নারায়ন চন্দ্র দাস, অশোক রায় চৌধুরী, সঞ্জয় রায় পোদ্দার, রতন চন্দ্র বিশ্বাস, নিখিল দেবনাথ, সুজিত চক্রবর্তী, বাপ্পি সাহা, সুব্রত নাগ, মিঠু সাহা, পলাশ চৌধুরী, নন্দ দুলাল পাল (টাবলু), স্বপন দেব, এডঃ যতন শর্মা, জহর লাল দাস, উত্তম দাস, সজীব সাহা, প্রদীব সাহা, বিষ্ণু বিশ্বাস, অনাথ বন্ধু দাস, পরিমল চন্দ্র রায়, গৌড় চন্দ্র সাহা, নিতীশ রঞ্জন রায়, অজিত দাস, কেশব চন্দ্র পাল প্রমুখ।






Shares