Main Menu

শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে পুলিশ সুপারের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময়

+100%-

প্রতিবেদক : শারদীয় দূর্গাপূজা অবাধ, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে পূজা উদ্যাপন কমিটির সদস্যবৃন্দের সাথে  পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পূজা শুরু হওয়ার পূর্বে, পূজা চলাকালীন ও প্রতিমা বিসর্জনের পরে পূজামন্ডপের নিরাপত্তা এবং যে কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনারোধকল্পে জেলা পুলিশের কন্ট্রোলরুমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের মোবাইল নম্বর পূজা উদ্যাপন কমিটির সদস্যদের প্রদান করেন। তাছাড়া পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া পূজা উপলক্ষ্যে উদযাপন কমিটির সদস্যবৃন্দের কাছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা শুনেন ও সমাধানের বিষয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে বিভিন্ন ধরণের দিক-নির্দেশনা প্রদান করেন। মতবিনিময় সভায় সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

শারদীয় দূর্গাপূজা-২০১৩ খ্রিঃ উদযাপনে জেলা পুলিশের গুরুত্বপূর্ণ নম্বরসমূহ ঃ

১। পুলিশ সুপার        —    ০১৭১৩-৩৭৩৭২৪
২। অতিরিক্ত পুলিশ সুপার    —    ০১৭১৩-৩৭৩৭২৫
৩। এএসপি সদর দপ্তর        —    ০১৭১৩-৩৭৩৭২৬
৪। ডিআইও(১)        —    ০১৭১৩-৩৭৩৭২৯
৫। কন্ট্রোল রুম        —    ০১৭৭৩-৬৬৬৬৫৫ (টিএন্ডটি ০৮৫১-৫৭৬৬১)।



« (পূর্বের সংবাদ)



Shares