Main Menu

বৃষ্টির পানিতে শহর জুড়ে জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত

+100%-

 

প্রতিবেদক : শুক্রবার প্রায় ৬ ঘন্টার মুশলধারে বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক হাটু পানির নিচে তলিয়ে গেছে। দোকান-পাট, বাসা-বাড়ি,ধর্মীয় উপসনালয়, শিা প্রতিষ্ঠানের আঙ্গিনায় পানির তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে শহরবাসীর দূর্ভোগ দেখা দেয়।
সকাল ৭টা থেকে দুপুর প্রায় একটা পর্যন্ত টানা বর্ষনে শহরের টি.এ রোড, কোর্ট রোড, কেদাশীল মোড়. পাইকপাড়া, মেড্ডা, সবুজবাগ, পীড়বাড়ি, ফুলবাড়িয়া, হালদারপাড়া, মুন্সেফ পাড়া, কান্দিপাড়ার মাইমল পাড়া, শিমরাইলকান্দির খাদ্য গুদাম এলাকা, কাউতলী, মোড়াইল ও ভাদুঘর এলাকাসহ আরো কয়েক স্থানে আকস্মিক তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ওই সব এলাকার বাসিন্দারা চলাচলে ভোগান্তিতে পড়েন। যানবাহন ও পথচারীরা চলাচলে তীব্র ভোগান্তির শিকার হন। শুক্রবার দুপুরেজুমার নামাজ শেষে মুসল্লিদের জুতা-স্যান্ডেল হাতে নিয়ে হাঁটু পানিতে হেঁটে হেঁটে বাসাবাড়িতে যেতে হয়েছে।

বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতার কারন সম্পর্কে কেউ কেউ বলেছেন, ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ার কারনে সামান্য বৃষ্টির পানিতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবসতি এলাকা হাটু পানিতে নিমজ্জিত হয়ে যায়। সিংহভাগ পৌর বাসী মনে করেন শহরের গুরুত্বপূর্ণ পানি প্রবাহের খাল, নর্দমাগুলো পুনঃখনন ও দখল মুক্ত করলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে।






Shares