Main Menu

ভ্রাম্যমান আদালতের অভিযান,বেকারী ও অনুমোদনহীন পানির কারখানাকে জরিামানা

+100%-

প্রতিবেদক : নোংরা পরিবেশ খাদ্য সামগ্রী রাখা এবং অনুমোদনহীন ভাবে খাবার পানি পত্রিয়াজাতকরণ করার অভিযোগে দু’টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত নগদ অর্থ জরিমানা করেছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে বি,এস,টি আই’র ফিল্ড অফিসার ও ৩৪ আনসার ব্যাটালিয়ন উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত রবিবার শহরের টি,এ, রোডস্থ শাহী বেকারীতে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের শিমরাইল কান্দি এলাকায় মা-পিওর ডিংকিং ওয়াটার ফ্যাক্টরী নামে অপর একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা করেছেন। আদালত সূত্র জানায়, পানি তৈরীর কারখানাটি বিএসটি আই’র অনুমোদনহীন এবং পানির যথাযথ প্রক্রিয়ায় উৎপাদন করা হচ্ছে না। আগামী ১৫ দিনের মধ্যে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বৈধভাবে পানি উৎপাদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপকে ভ্রাম্যমান আদালত নির্দেশ দেয়। সুত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।






Shares