Main Menu

হেফাজত ‘পুনর্গঠনে’ বৈঠক শনিবার।। মুফতী মোবারক উল্লাহ ও মাওলানা সাজেদুর রহমানের অংশ গ্রহনের কথা

+100%-

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের জন্য আগামী শনিবার আলেম-ওলামাদের বৈঠক ডেকেছে হেফাজতে ইসলাম। সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মুহিবুল্লাহ বাবুনগরীর চট্টগ্রামের বাবুনগর মাদরাসায় সকাল সাড়ে নয়টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সংগঠন সূত্রে জানা গেছে, বৈঠকে বর্তমান কমিটি থেকে বিতর্কিত কয়েকজন নেতাকে বাদ দেয়ার সিদ্ধান্ত হতে পারে। এরইমধ্যে তাদের তালিকাও তৈরি করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় আমির আল্লামা শফির কাছেও বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে সারা দেশ থেকে অভিযোগ দেয়া হয়েছে। এ বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই কমিটি পুনর্গঠন করা হবে।

এরইমধ্যে বৈঠকের বিষয়টি জানিয়ে সারা দেশে ৮০ থেকে ৮৫ জন আলেম-ওলামাকে চিঠি পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া থেকে মুফতী মোবারক উল্লাহ চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে জানান, আমরা জেনেছি

ওলামা সমাবেশ নিয়ে আলোচনা, বৈঠক হবে । মাওলানা সাজেদুর রহমান ও চিঠি পেয়েছেন।

হেফাজত ‘পুনর্গঠনে’ কোন বৈঠক হবার কথা জানি না।তা ছাড়া বৈঠকে অংশ গ্রহন করার ব্যাপারে

এখনও নিশ্চিত নয়।

কমিটি পুনর্গঠন ছাড়াও বৈঠকে আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- জাতীয় ওলামা সমাবেশ নিয়ে আলোচনা, পরবর্তী কর্মসূচি নির্ধারণ ও আগামী নির্বাচনে সংগঠনের ভূমিকা।

বৈঠকের ব্যাপারে জানতে চাইলে হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মওলানা আশরাফ আলী নিজামপুরী তা স্বীকার করেন। তিনি বাংলামেইলকে বলেন, ‘এরইমধ্যে শীর্ষ পর্যায়ের নেতাদের চিঠি পাঠানো হয়েছে। শনিবার চট্টগ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হবে।’  

তবে বৈঠকের এজেন্ডা জানাতে অস্বীকৃতি জানান তিনি।

এদিকে বৈঠকের ব্যাপারটি সংগঠনের শীর্ষ পর্যায়ের কেন্দ্রীয় নেতারা ছাড়া কেউ জানেন না বলেও জানা গেছে।






Shares