Main Menu

পৌরবাসীর শ্রদ্ধা ও ভালোবাসা আমি আজীবন মনে রাখব..মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

প্রতিবেদক : জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি জাইকা আয়োজিত ৩ সপ্তাহের জাপান সফর শেষে সোমবার ব্রাহ্মণবাড়িয়া ফিরে আসেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন। ম্যাব এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশের একমাত্র পৌর মেয়র হিসেবে মোঃ হেলাল উদ্দিন জাপান সফর করেন । যা ব্রাহ্মণবাড়িয়া পৌর বাসীর জন্য আনন্দন ও গৌরবের বিয়ষ । পৌর মেয়রের  জাপান সফর দেশে  প্রর্ত্যাবর্তন করলে ব্রাহ্মণবাড়িয়া পৌর বাসী আনন্দে উদ্দেলিত হয়ে উঠে । প্রিয় নেতা হেলাল উদ্দিন কে রেল স্টিশনে স্বাগত জানাতে সমবেত হয় হাজাজ হাজার মানুষ। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ও ব্যাবসাীয় সংগঠন , ছাত্র সংগঠন ও বিভিন্ন পাড়া মহল্লা থেকে ব্যানার, ফ্যাষ্টুন ও ফুলের তোরা নিয়ে জরো হয় স্থানীয় নেতৃবৃন্দ ও জনতা। মেয়র হেলাল উদ্দিন কে বহন কারি গাড়িটি রেল স্টিশনে আসা মাত্র শতশত জনতা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে ব্রাহ্মণবাড়িয়ার আকাশ বাতাস, এসময় মেয়র হাত নেড়ে জনতা কে শুভেচ্ছা জানান। মটর সাইকেল শোভা যাত্রা , বাদ্যযন্ত্র তালে তালে বর্নাঢ্য শোভা যাত্রা সহ কারে মেয়র কে পৌরসভা প্রঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া পৌর সভা আয়োজিত  গন সংবর্ধনা অনুষ্ঠানে আনা হয়। এসময় মেয়র কে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মেয়র কে ফুলেল শুভেচ্ছা জানান। পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র শাহ মোঃ নাসিমের সভাপত্তিতে সংবর্ধনা অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাউন্সিলর বৃন্দ, পৌরসভা কর্মকর্তা কর্মচারি বৃন্দ, চেম্বার অব কমার্স এর পরিচালক বৃন্দ,জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ডায়বেঠিকস সমিতি, জেলা নাগরিক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগ, জেলা যুবলীগ, শহর যুবলীগ, সদর উপজেলা যুবলীগ, , কৃষকলীগ স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মহিলালীগ, ওলামালীগ, শ্রমীক লীগ, জেলা ছাত্রলীগ, শহর ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ, রিকসা ভ্যান শ্রমিক লীগ, মেড্ডা অটো রিকসা মালিক সমিতি, ছয়বাড়িয়া যুবকবৃন্দ, পৌর প্রকৌশলী কর্মকতাবৃন্দ, পৌর কর্মচারি সংসদ, পৌর শ্রমিক কর্মচারি ইউনিয়ন এর নেতৃবৃন্দ মেয়র কে ফুলেল শুভেচ্ছা জানান।

গণ সংবর্ধনার পর এক সংক্ষিপ্ত ভাষনে মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশের  একমাত্র মেয়র হিসেবে জাপান সফর করা শুধু আমার জন্য ই নয় পুরো ব্রহ্মণবাড়িয়া বাসির জন্য এক গৌরব ও আনন্দের বিষয়। ব্রাহ্মণবাড়িয়া বাসি আমাকে ভালোবেসে এই পৌর সভায় দুইবার মেয়র হিসেবে নির্বাচিত করেছে । আমি আজীবন  এই পৌরসভার উন্নয়ন ও পৌরবাসীর মঙ্গল করে যাব। তিনি বলেন জাপান সফরের অভিজ্ঞতা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া  পৌরসভা কে আধুনিক ও মডেল পৌরসভা গড়তে আমি আপনাদের সর্বাত্বক সহযোগিতা চাই। মেয়র সংবর্ধনায় উপস্থিত হবার জন্য সকল জনত কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।






Shares