Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের ১১ কর্মী আটক

+100%-

শামিম-উন-বাছির: জামায়াতের ডাকা দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন বুধবারে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের ১১ কর্মীকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকেই শহরের প্রধান সড়ক টি.এ রোডে রিকশা ও ব্যাটারি চালিত ইজিবাইক চলতে শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের দোকান-পাটও খুলতে শুরু করেছে।

শহরের কোথাও জামায়াত-শিবির কর্মীদের অবস্থান নিতে দেখা যায়নি। তবে শহরের বিভিন্ন মোড়ে পুলিশের অবস্থান ও পিকআপ ভ্যানে টহল দিতে দেখা গেছে।

এদিকে, জেলার কুমিল্লা-সিলেট ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে যানবাহন চলাচল করেছে। এছাড়া আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান  জানান, দুপুর পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে তিনজনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের ১১ কর্মীকে আটক করা হয়েছে।






Shares