Main Menu

তিতাস নদীতে দুই নৌকার সংঘর্ষে নিহত ১

+100%-

প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া শহর সংলগ্ন তিতাস নদীতে দুটি ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন (৫০) নামে এক নৌকার মাঝি নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে শহরের শিমরাইলকান্দি সংলগ্ন তিতাস নদীতে এ ঘটনা ঘটে।

নিহত নৌকার মাঝি শামসুদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর উত্তর পাড়ায়।
জানা গেছে, সরাইলের শাহবাজপুর ইটখলা থেকে ইট নিয়ে আখাউড়ার দিকে রওয়ানা হওয়া একটি ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে শামসুদ্দিন মাঝির খালি নৌকাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামসুদ্দিন মাঝি নিহত হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


Shares