Main Menu

সমাজ গঠনে ইমামদের নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে.. পৌর মেয়র

+100%-


প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ইমামগন সমাজের সর্বশ্রেষ্ট ও সর্বউচ্চ মর্জাদার আসনে উপবিষ্ট। দলমত নির্বিশেষে সকল পেশার, সকল শ্রেনীর মানুষ ইমামদের নেতৃত্ব মেনে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তাদের পেছনে নামাজ আদায় করে। ইমামদের ওয়াজ নসিহত মানুষ আগ্রহভরে শোনে এবং তা বিশ্বাস করে। তাই সমাজের সকল মানুষ কে নেতিবাচক যাবতীয় আচারণ থেকে বিরত রাখতে ইমামদের কে গুরত্তপূর্ন ভুমিকা রাখতে হবে । মেয়র ইমামগনকে ব্যাক্তি গত স্বার্থ, লোভ, লালসা ও রাজনৈতিক মতাদর্শের উর্দ্ধে থেকে নিরপেক্ষ ভাবে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার আহবান জানান।

মেয়র,বৃহঃপতিবার সকালে পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমামদের মাঝে সম্মানীভাতা প্রদান কালে সমবেত ইমামদের উদ্যেশে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এসময় তিনি পৌর সম্পদ রক্ষাণা বেক্ষণ ও শহর কে পরিষ্কার পরিছন্ন রাখতে নাগরিকদের কে সচেতন করতে ইমামদের প্রতি আহবান জানান ।

এসময় ইমামগনের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা মোঃ রহমত উল্লাহ, মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আশেকে এলাহি।






Shares