Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল হয়নি।। ১০ শিবিরকর্মী আটক

+100%-
জামায়াত-শিবিরের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতালে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ।

সরেজমিন দেখা গেছে, শহরের দক্ষিণ পৈরতলা গণকবরসহ প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

তবে হরতালের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের কোনো নেতাকর্মীকে মিছিল, সমাবেশ ও পিকেটিং করতে দেখা যায়নি।

ভোর থেকেই শহরের প্রধান সড়কসহ ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে স্থানীয় পরিবহনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। এছাড়া ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম  জানান, যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলার জন্য গোলাম আযমের নিজ গ্রাম নবীনগর উপজেলার বীরগাঁও,  জামায়াত  অধ্যুষিত কসবা উপজেলাসহ জেলার ১০০টি পয়েন্টে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ জামায়াত-শিবিরের ১০ কর্মীকে আটক করেছে।






Shares