Main Menu

জনসংখ্যাকে কাঙ্খিত পর্যায়ে রাখতে আমাদের প্রত্যেককে একযোগে কাজ করতে হবে– জেলা প্রশাসক

+100%-

প্রতিবেদক : বৃহস্পতিবার বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৩ উদযাপন উপলক্ষ্যে স্থানীয় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে এসে শেষ হয়। পরে সঙ্গীতাঙ্গনের সরোধ মঞ্চে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। “কৈশোরে গর্ভধারণ মাতৃমৃত্যুর অন্যতম কারণ” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। ব্রাহ্মণবাড়িয়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক অরবিন্দ দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ আবু সাঈদ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীরপ্রতীক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মকবুল হোসেন, ক্বারী আনিছুর রহমান প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার বলেন, জনসংখ্যাকে কাঙ্খিত পর্যায়ে রাখতে আমাদের প্রত্যেককে একযোগে কাজ করতে হবে। পরিবার পরিকল্পনা বিভাগের সাথে সমন্বয় রেখে স্বাস্থ্য বিভাগের সকলকে এই কাজে সহযোগিতা করতে হবে।






Shares