Main Menu

ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ

+100%-
স্টাফ রিপোর্টার :ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে গতকাল মঙ্গলবার এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সম্মেলন কক্ষে অনষ্ঠিত এ মত বিনিময় সভার সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মহোদয় জনাব মোঃ মনিরুজ্জামান। বৈঠকে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া  জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসনকল্পে কল্পে চেম্বার নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ, আমদানীকারক, পাইকারী ব্যবসায়ীবৃন্দ, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দরা শহরে যানজটসমস্যা ও ব্যবসায়িদের নিরাপত্তা সহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। সভায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খাদ্যদ্রব্যসহ ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে রাখার আশু করনীয়, মার্কেটে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, বখাটেপনা রোধ, বিভিন্ন মার্কেট ও শপিং মলে সিসি টিভির ব্যবস্থা করা, অগ্নিনির্বাপক ব্যবস্থা সহ মার্কেট ও বানিজ্যিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা, কমিউনিটি পুলিশী ব্যবস্থা, ক্রেতা সাধারণের নিরাপত্ত ব্যবস্থা, যানজট নিরসন সংক্রান্ত করনীয়, পার্কিং ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় আরও উপস্হিত ছিলেন জেলা চেম্বারের ব্যবসায়ীক নেতৃবৃন্দ।






Shares