Main Menu

সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মত বিনিময়

+100%-

প্রতিবেদক : সোমবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পবিত্র মাহে রমজান, বিগত ৬ মাসের পুলিশিং কার্যক্রমের অর্জন, বিবিধ বিষয় নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন রমজান মাসের পবিত্রতা, আইন শৃঙ্খলার রক্ষা, মানুষের স্বাচ্ছন্দ্য জীবন যাত্রা, নিরাপত্তার লক্ষে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।

সভায় জেলা পুলিশের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ আলম বকাউল, সিনিয়র সহকারী পুলিশ সুপার সফিকুল ইসলাম,সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রব।

এসময় ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সাংবাদিকরা ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়ন, চট্রগ্রাম রেঞ্জের মধ্যে সাফল্য অর্জন এর জন্য পুলিশ সুপার সহ জেলা পুলিশকে অভিনন্দন জানান। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদ রিয়াজ উদ্দিন জামি , সহ সভাপতি আল আমীন শাহীন,  সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, দৈনিক সমতট বার্তার সম্পাদক  মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর ডট কম এর সম্পাদক আরী আসিফ গালিব, দৈনিক দিন দর্পণের নির্বাহী সম্পাদক নজরুল শাহজাদা, দৈনিক যায়যায়দিনএর প্রতিনিধি মোঃ বাহারুল ইসলাম মোল্লা ,দৈনিক জনতার তফাজ্জল হোসেন প্রমুখ।

এতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কাজী মোঃ দিদারুল আলম, মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত মোস্তফা কামাল পাশা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।






Shares