Main Menu

২নং পুলিশ ফাঁড়ির অদুরে ছিনতাইকারীর দায়ের কুপে গুরুত্বর আহত গ্যাস ফিল্ড কর্মকর্তা

+100%-

প্রতিবেদক : রোববার ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ২নং পুলিশ ফাঁড়ির অদুরে পশ্চিম পাইকপাড়াস্থ প্রাণী সম্পদ হাসপাতালের সামনে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল) এর সহকারী ব্যাবস্থাপক (অপস) সাকিল আহমেদ চৌধূরী ভয়াবহ ছিনতাইয়ের কবলে পড়ে গুরুত্বর আহত হয়েছেন। ছিনতাইকারীর এলোপাথারী দায়ের কূপে রক্তাক্ত ঐ কর্মকর্তাকে  সংটাপন্ন অবস্থায় দ্রুত ঢাকায় প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, বিজিএফসি এল এর সহকারী ব্যাবস্থাপক সাকিল আহমেদ তাঁর স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম গামী তুর্ণানিশিথা ট্রেনে গতকাল রোববার ভোর রাতে এসে ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশনে নামেন। এর পর রিক্সা যোগে পশ্চিম পাইকপাড়াস্থ বাসার কাছে প্রাণী সম্পদ হাসপাতালের নিকট পৌছুলে ভোর ৪.২৫ ঘটিকায় ছিনতাইকারীরা তাদের বহন করা রিক্সার গতি রোধ করে। এসময় অস্র-শস্রের ভয় দেখিয়ে ছিনতাইকারীরা তাদের যা কিছু আছে দিয়ে দিতে বলে। সাকিল আহমেদ মালামাল দিতে অস্বিকৃতি জানালে ছিনতাইকারীরা তাঁকে দা দিয়ে কুপাতে থাকে। নিরূপায় সাকিল আহমেদ তখন রিক্সা থেকে লাফিয়ে পড়ে বাসার দিকে দৌড়াতে থাকলে ছিনতাইকারীরা তাঁকে পেছন দিক দিয়ে কুপিয়ে পাসহ শরীরের বিভিন্ন স্থানে মারত্মক জখম করে। তাঁর চিৎকারে লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা দৌড়ে পালায়। লোকজন আহত অবস্থায় বিজিএফসিএল কর্মকর্তাকে রক্তাক্ত অস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে দ্রুত ঢাকায় প্রেরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উল্লেখ্য, সম্প্রতি প্রায় প্রতি রাতেই ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বর্ডিংমাঠের সামনে, মধ্যপাড়া সড়কে, ফুলবাড়ীয়া সড়কে, উপজেলা পরিষদ পুকুর পাড়, গোকর্ণ ঘাট সড়কে, টি.এ রোড, পাইকপাড়া সড়কে, টেংকের উত্তর পাড়, মেড্ডাস্থ কোকিল সূতা মিলের সামনে এবং মৌাড়াইলসহ বিভিন্ন পয়েন্টে চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি বেসামাল হয়ে উঠেছে। ঘটনার শিকার ভূক্তভোগীরা ঝামেলা এড়াতে থানায় জিডি বা এজহার দায়ে করছেন না। এ বিষয়ে আইনশৃংখলা বাহিনীর উর্ধঃতন কর্মকর্তাবৃন্দ বিশেষ মনোযোগ দিবেন এমনটাই ধারণা স্থানীয় বাসিন্দাদের।






Shares