Main Menu

কমিউনিটি হেলথ প্রোভাইডারদের চাকুরী রাজস্ব খাতে অন্তর্ভূক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ

+100%-


প্রতিবেদক ॥ কমিউনিটি হেলথ প্রোভাইডারদের চাকুরী রাজস্ব খাতে  অন্তর্ভুক্তর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএমএ’র সাধারন সম্পাদক ডাঃ আবু সাঈদ, সরাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুসা খান, নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শওকত হোসেন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি হোসাইন আহমেদ খান, সাধারন নম্পাদক মোঃ ফকরুল ইসলাম, সহ-সভাপতি সাজেদুল ইসলাম, মাসুদ রানা, যুগ্ম সম্পাদক কামাল মিয়া, সাংগঠনিক সম্পাদক ধীরাজ দেবনাথ।
সমাবেশে বক্তারা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের চাকুরী রাজস্ব খাতে  অন্তর্ভুক্তির জন্য সরকারের কাছে দাবি জানান।






Shares