Main Menu

পৌরসভার ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট ঘোষণা

+100%-

সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

রোববার দুপুরে স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এক সমাবেশে মেয়র মো. হেলাল উদ্দিন ৬৫ কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৪৩৯ টাকার এ বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ৯৮৪ টাকা। এর মধ্যে ইউজিপ-২ প্রকল্পে ৭ কোটি ২৭ লাখ ৪৬ হাজার, শহরে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পে ২২ কোটি ৯৮ লাখ এবং বিএমডিএফ প্রকল্পে ১০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৩  আসনের সাংসদ র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, জেলা প্রশাসক নূর মোহম্মদ মজুমদার, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমদাদুল বারী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান (বীরপ্রতীক), পৌর সচিব ইসহাক ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী জেডএম আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।






Shares