Main Menu

হরতালের প্রতিবাদে জেলা ছাত্রলীগের উদ্যোগে মিছিল

+100%-

 


প্রতিবেদক : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা  হরতালকে প্রত্যাখ্যান করে বুধবার অবৈধ হরতাল, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণসহ দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। সকাল ১০টায় জেলা ছাত্রলীগের নেতৃত্বে তিন শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী স্থানীয় পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে থেকে এক বিােভ মিছিল বের করে। মিছিলটি শহরে প্রধান সড়ক প্রদণি শেষে স্থানীয়  জেলা পরিষদ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে।
জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ্’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মোঃ রাসেল মিয়ার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীরপ্রতীক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সভাপতি মুসলেম মিয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, সদর থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সিপু, ফখরুল হাসান, জুয়েল, শহর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সুমন, শহর যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুম্মান, জাকির হোসেন, শরীফ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মিনহাজ মামুন, অশেষ রায়, জয়নাল আবেদিন, আনিসুর রহমান রনি, দপ্তর সম্পাদক সায়েদুর রহমান, সহ সম্পাদক রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক ইজাজুল হক রাব্বি, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল, জেলা ছাত্রলীগ নেতা সাজিদুর রহমান খান শিপন, রিফাত রহমান শরীফ, তোফায়েল, ইমরুল, রিপন, এনামুল, বিপ্লব, সাজিদ, জীবন, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভীর আকতার, কাজী খাইরুল আলম, আশরাফুল আলম টিটু, শেখ রাসেল,  সদস্য হৃদয় খান, সেলিম মোল্লা, কলেজ ছাত্রলীগ সভাপতি শাহদাত হোসেন শোভন, সহসভাপতি জাকির হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দ সিফাত হাসনাত, সহ সাংগঠনিক সম্পাদক রানা, লিমন, মনিরুল ইসলাম শ্রাবণ, শহর ছাত্রলীগ নেতা ছগির হোসেন, এ কে বাবু, শাকিল, আরিফুর রহমান বাপ্পি, মহসীন, শাহেদ, লাভলু চৌধুরী, সি এম সামি, জিলন, রায়হান সরকার, সোহরাব রাফি, তানভীর সরকার, তন্ময়, হৃদয়, শ্রাবন, শরীফ, অপু, নাবিদ, আল নাহিয়ান, সাদ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য আন্দোলন করে এদেশের জনতার জনসমর্থন হারিয়েছে। স্বাধীনতার শত্র“ জামায়াতে ইসলামকে যুদ্ধাপরাধের দায় থেকে বাচাঁনোর জন্যই বিএনপি ও এর সহযোগী সংগঠনসমূহ হরতালসহ নানা ধ্বংসমূখী কার্যক্রম করছে। তাদের হাত থেকে দেশকে বাচাঁতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশে বক্তারা আরো বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার নামে বিদেশে থেকে দেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে। তার বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলা বিচারাধীন। আইনের মাধ্যমেই তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশের অর্থ প্রাচারকারী তারেক রহমানকে বাচাতে বিএনপি হতরাল নামে নৈরাজ্য সৃষ্টি করে দেশের মানুষের আস্থা  হারিয়েছে। উপস্থিত ছাত্রনেতাদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ছাত্রলীগ ইতিহাস আর ঐতিহ্যের সংগঠন। অতীতের মত দেশের যে কোন ক্রান্তিলগ্নে ছাত্রলীগ নেতৃবৃন্দদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।






Shares