Main Menu

ত্রাণ বিতরণ করল জেলা পুলিশ

+100%-

টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা পুলিশ। গতকাল বুধবার সকালে আখাউড়া উপজেলার আমোদাবাদ ও পৌরশহরের টেংড়াপাড়া এলাকায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম। তিনি প্রত্যেক পরিবারকে ৩ কেজি চাল, ২ কেজি ডাল ও ১ কেজি আলুর একটি প্যাকেট সরবরাহ করেছেন। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল কাজল,আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান হান্নান ভূইয়া স্বপন, পৌর কাউন্সিলর কাজী লিটন খাদেম, জালাল উদ্দিন জালু, মিলি আক্তার, লাভলী আক্তার, সমাজ সেবক দানিছ খলিফা।  
পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন,  জেলা পুলিশের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ১৫শ পরিবারকে ত্রাণ দেওয়া হবে। এছাড়া অতিরিক্ত দরিদ্র কয়েকটি পরিবারকে একটি করে ঘর নির্মান করে দেওয়া হবে। তিনি দূর্গত মানুষের দু:সময়ে সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানান। এদিকে ব্যক্তিগত উদ্যোগে মোগড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ব্যক্তিগত উদ্যোগে টেংড়াপাড়ার টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তাছাড়া গতকাল মঙ্গলবার আখাউড়া মালদার পাড়ার মো. আজমল হোসেন মালদার ক্ষতিগ্রস্তদের সাহায্যেতে নগদ অর্থ দেন।






Shares