সদর হাসপাতালের খাদ্য সরবরাহকারীকে লাখ টাকা জরিমানা-স্টুয়ার্ডকে শোকজ
মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের রোগীদের মাঝে নিম্নমানের খাবার সরবরাহ ও ওজনে খাবার কম দেওয়ার অপরাধে হাসপাতালের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী নিম্নমানের খাবার সরবরাহ ও ওজনে কম দেওয়ার অপরাধে ‘মেসার্স নাদিম এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানাসহ শোকজ এবং কর্তব্যকাজে অবহেলার দায়ে হাসপাতালের স্টুয়ার্ড আব্দুল মতিন আকন্দকে শোকজ করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে জরিমানা ও শোকজ করা হয়। হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের স্টুয়ার্ড আব্দুল মতিন আকন্দের সাথে যোগসাজশে দীর্ঘদিন ধরে হাসপাতালের রোগীদের মাঝে নিম্নমানের খাবার সরবরাহ ও রোগীদের খাবার কম দিয়ে আসছিলো ‘মেসার্স নাদিম এন্টারপ্রাইজ’ নামক ঠিকাদারী প্রতিষ্ঠানটি। গত মঙ্গলবার বিকেলে টর্ণেডোতে আহত রোগীদের খোঁজখবর নিতে হাসপাতালে আসেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি হাসপাতালের ওয়ার্ডগুলো পরিদর্শনকালে রোগীদের মাঝে নিম্নমানের খাবার সরবরাহ ও খাবার ওজনে কম দেওয়ায় বিষয়টি দেখতে পেয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন। এসময় সাথে থাকা সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী তৎক্ষনাতই ফোন করে ঠিকাদারকে ডেকে আনেন ও তাকে এক লাখ টাকা জরিমানা ও কেন হাসপাতালের খাদ্য সরবরাহের কার্যাদেশ বাতিল করা হবেনা সেই মর্মে তাকে শোকজ করেন। একই সাথে দায়িত্বে অবহেলার কারণে হাসপাতালের স্টুয়ার্ড আব্দুল মতিন খন্দকারকে শোকজ করেন। |