Main Menu

নিহতদের স্মরণে স্বল্প পরিসরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

+100%-

মনিরুজ্জামান পলাশ : টর্নেডোতে নিহতদের স্মরণে স্বল্প পরিসরে যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক,সামাজিক দল বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। সূর্যোদয়ের সাথে সাথে ফারুকী পার্ক স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমি দিবসের সূচনা করা হয়। এর পর জেলা প্রশাসক ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের জনতা স্থানীয় ফারুকী পার্কের শহীদ স্মৃতি সৌধে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। সকল সরকারি, আধা-সরকারী, স্বায়ত্ব শাসিত ও বে-সরকারী ভবনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

 

সকাল ৮ টায় নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জেলা পরে স্থানীয় নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার।  এরপর জেলা প্রশাসক জেলা বাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, গত ২২ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ টর্নেডোতে ৩১ জনের প্রাণহানি ঘটেছে। তাদের মৃত্যুতে আমরা শোকাহত। তাই স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান মালা সংক্ষিপ্ত করা হয়েছ।পরে একই মাঠে কুচকাওয়াজ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০ টায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ৬১ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, পৌর মেয়র হেলাল উদ্দীন,  জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীক, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ।






Shares