Main Menu

আওয়ামীলীগ সরকার সব সময় দুর্গত মানুষের পাশে থাকবে.. প্রধানমন্ত্রী শেখ হাসিনা

+100%-

মনিরুজ্জামান পলাশ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সরকার সব সময় দুর্গত মানুষের পাশে থাকবে। আপনজনদের আমরা ফেরত দিতে পারবো না। তবে তাদের পরিবারগুলোর পাশে থেকে সেবা করে যাবো। চিকিৎসার দায়িত্ব আমাদের। সব ব্যবস্থা করে রেখেছি। আপনাদের দুঃখ, কষ্ট, ব্যাথা বেদনা সাথী হয়ে থাকবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকেলে চিনাইর বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ মাঠে বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, এখানে জনসভা করতে আসেনি। ঘুর্ণিঝড় দুর্গত এলাকা সচে দেখতে এসেছি। ভয়াবহ অবস্থা চোখে না দেখলে বিশ্বাস হয়না। তিনি বলেন, এপ্রিল মাস আসলেই আমাদের দেশে ঘুর্ণিঝড়-টর্ণেডো হয়। আওয়ামীলীগ সরকার সব সময় দুর্গত মানুষের পাশে থাকবে। আমি একদিনেই সবকিছু হারাই। আপনজন হারানোর বেদনা আমি বুঝি। যারা ঘরবাড়ি হারিয়েছে। যারা সহায় সম্পদ হারিয়ে আমরা তাদের প্রয়োজনীয় সাহায্য দেব। সব জায়গায় তাবু লাগানো হবে। যে সব ছেলেমেয়ে বই খাতা হারিয়েছে তাদের সব বই খাতা দেব। তিগ্রস্থ শিা প্রতিষ্ঠান, মসজিদ মেরামত করে দিব। তিনি বিত্তশালী মানুষদের তিগ্রস্থ মানুষের পাশে এসে দাঁড়ানোর আহবান জানান। তিনি সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ অন্যান্য মানুষকে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য ধন্যবাদ দেন। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার। বক্তব্য রাখেন দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, আইন প্রতিমন্ত্রী এডঃ কামরুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য র, আ, ম, উবায়দুল মোক্তাদির চৌধুরী, মহিলা সংসদ সদস্য এডঃ ফজিলাতুন্নেছা বাপ্পী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি নেতা মঈন উদ্দিন মঈন, সাধারন সম্পাদক পংকজ দেবনাথ, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান আনছারী প্রমুখ। উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) তাজুল ইসলাম, সংসদ সদস্য এডঃ শাহ আলম, সংসদ সদস্য এডঃ ছায়েদুল হক, সাবেক আইনমন্ত্রী এডঃ আব্দুল মতিন খসরু প্রমুখ। এর আগে প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে দুর্গত এলাকা পরিদর্শন করেন। পরে ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে নেমে সড়ক পথে দুর্গত এলাকায় যান এবং মানুষের খোঁজ খবর নেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯জন  নিহত পরিবারের মাঝে (পরিবার প্রতি) নগদ ২৬ হাজার টাকা, ১টি লুঙ্গি, ১টি শাড়ি, ২ বান্ডিল ঢেউটিন, ৩০ কেজি চাল এবং ৯টি তিগ্রস্থত পরিবারকে (পরিবার প্রতি) ৬ হাজার টাকা, ২ বান্ডিল ঢেউটিন, ৩০ কেজি চাল বিতরন করেন।

 

 

সম্পূর্ণ হাই ডেফিনেশনে আরও ছবি দেখতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন, লিঙ্ক : https://www.facebook.com/bbaria24

 

 






Shares