Main Menu

টর্নেডোতে আহত ও ক্ষতিগ্রস্থদের মাঝে সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি

+100%-

সুমন নূর: ঘূর্ণিঝড়ের তান্ডবে আহত নারী ,পুরুষ,শিশুদের দেখতে গতকাল ২৪শে মার্চ সকাল ১১টায় ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে পরিদশর্দনে যান ব্রাহ্মণবাড়ীয়ার গর্ব ও কৃত্বি সন্তান সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি। এই সময় বাংলাদেশ আওয়ামীলীগ ব্রাহ্মণবাড়ীয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধরী মন্টু, মহিলালীগ সভানেত্রী মিনারা আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ বাশার এর নেতৃত্বে আওয়ামীলীগ,যুবলীগ, মহিলালীগ, ছাত্রলীগ সহ অসংখ্য নেতাকর্মী তাকে স্বাগত জানান। এই সময় হাসপাতালের আর এম ও ডাঃ আবু সাইয়ীদ ও উপস্থিত ছিলেন। তিনি প্রতিটি ওয়ার্ডে আহত মানুষের শারীরিক অবস্থার  ও চিকিৎসা ব্যবস্থার খোজ খবর নেন। এবং চিকিৎসা তৎপরতার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরবর্তীতে তিনি ঘূুর্ণিঝড়ে বিধ্বস্থ এলাকা পরিদর্শনে যান এবং অসহায় মানুষের পাশে উপস্থিত হয়ে আবেগপ্লুত হয়ে পড়েন । অসহায় মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সমবেদনা জানান এবং বিধ্বস্থ গ্রাম গুলোকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন । এই সময় তাকে স্বাগত জানান মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। পরে মাছিহাতা ইউনিয়নপরিষদ ভবনে চেয়ার ম্যান সহ এলাকার  গন্যমান্য ব্যক্তি বর্গের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেই সাথে সরকার ও সর্বস্তরের মানুষের পর্যাপ্ত সহযোগীতাকে সুশৃঙ্খল ভাবে দুর্গত মানুষের মাঝে বিতরনের জন্য জোর তাগিদ দেন।






Shares