Main Menu

বিসিক শিল্প নগরী ময়দা মিলে অগ্নিকান্ড-ক্ষতি কোটি টাকা

+100%-

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় নন্দনপুর বিসিক শিল্প নগরীতে ভয়াবহ এক অগ্নিকান্ডে ‘মেসার্স আমানত মেজর ফ্লাওয়ার মিল্স’ নামে ময়দা মিলের ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মিলের বিভিন্ন জাতের প্রায় ১০০ মেট্টিক টন খাদ্যশস্য। আগুনে পুড়ে গেছে ময়দা উৎপাদনের মেশিনসহ যন্ত্রাংশ। অগ্নিকা-ে মিলের দ্বিতল ভবনের অধিকাংশ নষ্ট হয়ে পড়েছে।  তাদের দাবী অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। গত শনিবার ভোরে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা সদর থেকে ফায়ার বিগ্রেড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার বিগ্রেড সূত্র জানিয়েছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত। বর্তমানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মিলে ময়দা উৎপাদন বন্ধ রয়েছে। এদিকে মিলটি বন্ধ হয়ে যাওয়ায় মালিক পক্ষের ব্যাপক লোকসানসহ এখানকার ৭০ জন  শ্রমিক বেকার হয়ে পড়েছেন। মিলের শ্রমিক লিডার (ফোরম্যান) মো. মোকাদ্দস মিয়া বলেন, শুক্রবার রাতে শ্রমিকরা কাজ করছিল। ভোরে হঠাৎ আগুন ধরে যায়। এতে কেউ হতাহত না হলেও মেশিনসহ অন্যান্য যন্ত্রাংশ পুড়ে যায়।  আমাদের (শ্রমিক) এখন না খেয়ে থাকতে হবে।


মিলের পরিচালক হাজী মো. জামাল উদ্দিন বলেন, মিলে গম, আটা, ময়দাসহ দুই শত মেট্টিক টন খাদ্যশস্য মজুত ছিল। অগ্নিকান্ডে প্রায় ১০০ মেট্টিক টন খাদ্যশস্য সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে ক্ষতি হয়েছে ১৯টি মটর, বিদ্যুৎ প্যানেল, বিপুল পরিমাণ ষ্টীলের পাইপ (১২ ইঞ্চি)সহ মিলের অন্যান্য যন্ত্রাংশ। এসব মেরামত করে এই মিলে পুনরায় উৎপাদন কাজ শুরু করতে কোটি টাকার বেশি খরচ হবে। সময় লাগবে কমপক্ষে ৩ থেকে ৪ মাস। তিনি বলেন, মিলের বিদ্যুৎ বিল মাসে সাড়ে ৫ লাখ টাকা। শ্রমিক বেতনসহ অন্যান্য খরচ প্রতিমাসে প্রায় ৭ লাখ টাকা। ব্যাংক লোন (সি.সি) তিন কোটি টাকার সুদ মাসে চার লাখ ৫০ হাজার টাকা। এসব পরিশোধে মালিকপক্ষকে এখন চরম বেকায়দায় পড়তে হবে।






Shares