ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যসক্ষেত্রের ১৮নং কূপের খনন কাজ শুরু লক্ষ্যমাত্রা ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ক্ষেত্রের ১৮নং কূপের খনন কাজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার এই কূপের খনন কাজ শুরু হয়। আগামী জুন মাসের মধ্যে এর খনন কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সফলভাবে এর খনন কাজ শেষ হলে এই কূপ থেকে প্রতিদিন ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে বাংলাদেশ গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান বলেন, প্রাথমিক খনন কাজ শুরু হয়েছে আগেই। গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে এর খনন কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, দেশের গ্যাস সংকট নিরসনে বিজিএফসিএল (বাংলাদেশ গ্যাস ফিল্ড) তিতাস গ্যাসক্ষেত্রের১৭ ও ১৮ নং কূপ খননের উদ্যোগ গ্রহণ করে। ৩’শ কোটি টাকা ব্যায়ে খননকৃত দু’টি কূপ থেকে প্রতিদিন গড়ে ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হবে। ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দির তিতাস নদীর তীরে ১৮ নং কূপের গ্যাস উৎপাদন হলে বর্তমানে গ্যাস সংকট বহুলাংশে কেটে যাবে। |
« শিলা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি গ্রাম লন্ড-ভন্ড (পূর্বের সংবাদ)