রাষ্ট্রপতির মরদেহ ভৈরবে : জানাজায় অংশ নিতে মানুষের ঢল
সদ্য প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মরদেহ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ভৈরবে পৌঁছে। সকাল ১০টার দিকে তাঁর নিজ এলাকায় প্রথম জানাজা ভৈরবের হাজী আসমত আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন। জিল্লুর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ ভোর থেকে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা ও তাঁর নানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া থেকে হাজার হাজার মানুষ ভৈরবে জড়ো হন। সকাল থেকে তাঁরা হাজী আসমত আলী কলেজ মাঠে অবস্থান নেন। জানাজা শেষে বিভিন্ন সংগঠন ও শ্রেণী-পেশার মানুষ তাঁর কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। নামাজে জানাজায় অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আরও আসেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান, আমানুল হক সেন্টু, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম খোকন, সাধারণ সম্পাদক ফেরদৌস সহ অনেকে। ব্রাহ্মণবাড়িয়া বাসীর পক্ষে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। |