মহামান্য রাষ্ট্রপতি প্রধান রাজনীতিবিদ, ভাষা আন্দোলন থেকে শিক্ষা আন্দোলন, ৬দফার আন্দোলন, উনসত্তরের গণ অভ্যূত্থান, অসহযোগ আন্দোলন, ৭১’র মহান মুক্তিযুদ্ধসহ এদেশের প্রতিটি আন্দোলনসহ গ্রামের প্রথম সারির নেতৃত্বদানকারী নেতা আলহাজ্ব এডঃ মোঃ জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন। বিবৃতিতে তিনি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, তাঁর মৃত্যুতে পুরো জাতির সঙ্গে আমিও একজন অভিভাবক হারালাম। মেয়র আরো বলেন, বাঙালী জাতির অর্জনগুলোর সঙ্গে তাঁর নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। তিনি বলেন, জিল্লুর রহমানের মৃত্যুতে জাতির যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পৌরবাসীকে জিল্লুর রহমানের আত্মার মাগফেরাত কামনার জন্য মহান রাব্বুল আল-আমিনের কাছে দোয়া করার আহবান জানান। খবর বিজ্ঞপ্তির |