মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়েছে এবং ১শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়। মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন স্থানে ভিটামিন ক্যাপসুল ও কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয় শিশুদেরকে। সন্ধ্যার পর থেকে শিশুরা অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে আনা হয়। এদিকে সদর উপজেলা জগৎসার গ্রামের আবুল কালামের শিশু কৃমিনাশক ঔষধ খেয়ে মৃত্যু হয়েছে বলে তার চাচা জানান। এ পর্যন্ত কয়েক শতাধিক শিশুকে জেলা সদর হাসপাতালে আনা হয়েছে। এবং ভর্তি ও চিকিৎসা দেওয়া হচ্ছে। এসময় জরুরী বিভাগে ভীর সামলাতে চিকিৎসকরা হিমশিম খায়। এছাড়া বিভিন্ন বেসরকারী কিনিকে আরও অনেক শিশুকে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, কৃমিনাশক এসব ঔষধ খেয়ে অসুস্থ্য হতে পারে। সিভিল সার্জন ডাঃ সরফরাজ খান হাসপাতাল পরিদর্শন করেন এবং শিশুদের অভিভাবকদের আতংকিত না হওয়ার পরামর্শ দেন, তিনি বলেন কৃমিনাশক ঔষধ খেয়ে মৃত্যুর বিষয়টি গুজব। পুলিশ সুপার মনিরুজ্জামান হাসপাতাল পরিদর্শন করেন।
|