মনিরুজ্জামান পলাশ : মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সকালে পৌর এলাকার ছয়বাড়িয়ায় শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরি। এসময় তার সঙ্গে পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, পৌরসভার সচিব ইছহাক ভূঁইয়া, চিকিৎসা কর্মকর্তা ডা. আশরাফুল আলম, স্থানীয় কাউন্সিলর ইউনুছ মিয়া ও শামীমা বেগম উপস্থিত ছিলেন। এছাড়া একই সময়ে জেলা সদর হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। এসময় তার সঙ্গে সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী ও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু সাঈদ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর এ কে এম রেজাউল করিম জানান, পৌর এলাকার দুই থেকে পাঁচ বছর বয়সী মোট ৩২ হাজার ৮৯২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ২১ হাজার ৪৭০ জনকে কৃমিনাশক ট্যাবলেট এলবেনডাজল খাওয়ানো হবে। |