‘নারী অধিকারে সোচচার হই একসাথে – এখনই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ১১ মার্চ সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে টিআইবি’র সহায়তায় এক বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় সনাক সভাপতি অধ্যাপক মোঃ শফিকুল বারীর নেতৃীত্বে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) থেকে র্যালি শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের সম্মুখে এক বিশাল মানববন্ধন করা হয়। র্যালী ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারীর অধিকার আদায়ের স্বপক্ষে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লে-কার্ড প্রদর্শন করেন। স্লোগান গুলো হচেছ- মুক্তিযুদ্ধ আমার অহঙ্কার, নারী নির্যাতনমুক্ত বাংলাদেশ আমার অঙ্গীকার মানবতাবিরোধী যুদ্ধাপরাধী চক্রের সাম্প্রদায়িক হামলাসহ সকল সহিংস তৎপরতা রুখে দাঁড়াও বাংলাদেশ বন্ধ হোক সহিংসতা, রুখে দাঁড়াও বাংলাদেশ নারী , শিশু, যুবা সবাই শিকার সহিংসতার, আসুন প্রতিরোধ গড়ি, মানবাধিকার প্রতিষ্ঠা করি বন্ধ করতে নারী নির্যাতন, আইন প্রয়োগে স্বচছ হোন নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করি, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করি নারীর অধিকার হরণ আর না, মানবো না, সইবো না নারীর প্রতি সহিংসতা থামান. . .এখনই জাগো মানুষ নারী অধিকারে জাগো নারী নির্যাতন নারী অধিকারের প্রধান অন্তরায় নারী নির্যাতন নারীর মতায়নের অন্তরায় ইত্যাদি। মানববন্ধনে বক্তারা বলেন নারীর অধিকার আদায়ে নারী-পুরুষ সকলকে এক সাথে সোচচার হতে হবে এবং নারীকে শিক্ষিত হয়ে নিজের যোগ্যতায় নিজের অধিকার নিজেকে আদায় করে নিতে হবে। বক্তব্য রাখেন সনাক সভাপতি অধ্যাপক মোঃ শফিকুল বারী, সনাক সহ সভাপতি জেসমিন খানম, সুজন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি প্রফেসর মোঃ মোখলেছুর রহমান খান, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি সৈয়দ শামছুন্নাহার পলি, নারী নেত্রী ও স্বজন সদস্য নেলী আক্তার, পিটিআই প্রশিনার্থী নাজমা বেগম ও সৈয়দ ছাবেরা মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন সনাক সদস্য মোঃ আলী আকবর মজুমদার, প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, জয়দুল হোসেন, মোহাম্মদ আরজু, আবদুন নূর, ফারহান নূর, প্রকৌশলী আশরাফ উদ্দিন আহমেদ, প্রেসকাব সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, পিটিআই প্রশিনার্থীবৃন্দ, সাংবাদিক, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্য ও সিভিল সোসাইটির সদস্যবৃন্দ । অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন সনাক সদস্য শামীমা সিকদার দীনা। সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়েস সদস্যবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)
|