ব্রাহ্মণবাড়িয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
শামীম উন বাছির ঃ শতভাগ শিশুর ভর্তি নিশ্চিত করা, ঝড়ে পড়া রোধ, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও ছাত্র-ছাত্রীর উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার দুপুরে সদর উপজেলার সুলতানপুর লায়ন ফিরোজুর রহমান ওলিও রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। লায়ন ফিরোজুর রহমান ওলিও রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বশির উল্লাহ জরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খাজা মোহাম্মদ আলী প্রমুখ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, একটি গোষ্ঠী নারীদের সম অধিকার দিতে চায়না। তারা ইসলামের দোহায় দিয়ে নারীদেরকে ঘরে বসিয়ে রাখতে চায়। বর্তমান সরকার নারীদের পক্ষের সরকার। নারীদের অধিকার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। সরকার নারীর অধিকার নিশ্চিত করতে নারী নীতিমালা প্রনয়ন করেছে। |
« শোক সংবাদ, মরহুম মালেক মিয়ার সহধর্মীনির ইন্তেকাল (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) যান্ত্রিক ত্রুটির কারনে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ »